প্রধান শিক্ষকের বাণী

Image

Md. Nazmul Haque

Head Master
শিক্ষার লক্ষ্য হচ্ছে ব্যক্তি জীবনে, মানবিক, চারিত্রিক, সাংস্কৃতিক, সামাজিক ও মূল্যবোধ সৃষ্টি করা। সেই সঙ্গে শিক্ষার্থীদের হৃদয়ে, কর্মে ও ব্যবহারিক জীবনে আলোর মুখ উম্মোচন করা। আর এই ধরনের কাজে যারা নেতৃত্ব দিবেন তারা হচ্ছে জাতি ও দেশ গড়ার কারিগর আমাদের শিক্ষক গণের বাস্তবমুখী এবং আর্দশ মানুষ হিসাবে শিক্ষাথীদের গড়ে তুলতে প্রয়োজন আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কারিকুলাম যা বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে চলেছে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সাথে আধুনিক যুগের প্রজন্ম এগিয়ে চলছে ধাপে ধাপে। শিখরে আহোরন করছে আমাদের এই সোনার বাংলাদেশ। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে এ দেশ ও জাতি। শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে আধুনিক সব প্রযুক্তি। দূরে সরিয়ে ফেলতে হবে পুরাতন প্রজন্মের গ্লানি। প্রায় ৫০০ শতবছরের পুরানো এই বাবুলচারা গ্রামের মাঝখানে প্রতিষ্ঠিত হয়েছে উচ্চ বিদ্যালয়টি। গ্রামের নাম অনুসারে এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম করন করা হয়েছে বাবুলচারা উচ্চ বিদ্যালয়। শতভাগ জেএসসি, এসএসসি ফলাফলের নিশ্চয়তা দিয়ে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। এলাকার খেটে খাওয়া হতদরিদ্র পরিবারের সন্তান-সন্তানাদি আলোরমুখ দেখছে। আমি ব্যক্তিগত জীবনে এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। যারা আমার গুরুজন ছিলেন তাদের অনেকে মহাকালের গর্ভে চলে গেছেন। তাদের রুহের মাগফেরাত কামনা করি। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নতি ও মঙ্গল একান্ত হৃদয়ে কামনা করি। মোঃ নাজমুল হক প্রধান শিক্ষক বাবুলচারা উচ্চ বিদ্যালয়দীঘা,ঈশ্বরদী,পাবনা।
© Copyright 2024 - BABUL CHARA HIGH SCHOOL | All Rights Reserved.
bchs125494@gmail.com · +8801309-125494 , +8801716746908