প্রতিষ্ঠানের ইতিহাস

বাবুলচারা উচ্চ বিদ্যালয়টি ১৯৭২ ইং সালে ১.৮৮(এক একর অষ্টআশি শতাংশ) জমির উপর প্রতিষ্ঠিত হয়ে সুচারু রুপে পরিচালিত হইয়া আসছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম মোহাম্মাদ আলী বিশ্বাস। ছায়া ঘেরা বাবুলচারা গ্রামের মাঝখানে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় হত দরিদ্র পরিবারের সন্তান-সন্তানাদী শিক্ষার আলোর মুখ দেখছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান খুবই ভাল। যুগপোযোগী শিক্ষা ব্যবস্থা চালু করনের জন্য গ্রামের হিতাকাঙ্খী ব্যক্তিবর্গ তাদের নিরালস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়টি সরকারী এমপি ভুক্ত। ইতিপূর্বে বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নের প্রধান শিক্ষক আলহাজ্জ্ব মোঃ আব্দুর রহিম খাঁন ও অফিস সহকারী মোঃ উম্মেদ আলী খাঁন সাহেব অবসর গ্রহন করেছেন এবং আগামী ০৮/০৪/২০১৪ ইং তারিখে মোঃ আনিসুর রহমান, সহঃ শিক্ষক (সাহিত্য) অবসর গ্রহন করবেন। যে সমস্ত গুনধর ব্যক্তির প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল,তারা অনেকেই পরপারের সার্ন্নিধে পাড়ি জমিয়েছেন। আমরা তাঁদের রুহের মাগফেরাত কামনা করি। বিদ্যালয়টি পাকাদ্বি-তল ভবন সহ আধা পাকাটিন সেড ৪টি ঘর আছে।বর্তমানে পাবলিক পরীক্ষার পাশের হার শতভাগ। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের নিবিড় কার্যক্রম ও সু-দৃষ্টিরফলে বিদ্যালয়টির শিক্ষার উত্তোরোত্তর উন্নতি অব্যাহত আছে। বর্তমানে বিদ্যালয়ে ১৪ জন শিক্ষক, কর্মচারী কর্মরত আছেন এবং ৪ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। ১৯৫২ সালের ভাষা সৈনিক, ১৯৭১ সালেরবীর মুক্তিযোদ্ধা, মাননীয় সংসদ সদস্য জনাব শামসুর রহমান শরীফ বিদ্যালয়টির প্রতিগভীর সুদৃষ্টি রেখেছেন। তাঁর কমলহাতের বলিষ্ঠ ছোঁয়ায় উচ্চ বিদ্যালয় হিসেবে এমপি ভুক্ত হয়েছে। আমি তাঁর র্দীঘায়ু কামনা করি।বর্তমানে সুদক্ষ নিয়মিত ম্যানেজিং কমিটির সচেতন অভিভাবকদের সমন্বয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। যাত্রা রলগ্নহতে বিদ্যালয়টি অর্ধ শতাব্দীর পথে এগিয়ে চলছে।আমি সকলের প্রচেষ্টার প্রতি গভীর শ্রদ্ধাবোধ জানিয়ে বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করছি।
© Copyright 2024 - BABUL CHARA HIGH SCHOOL | All Rights Reserved.
bchs125494@gmail.com · +8801309-125494 , +8801716746908